Logo
Logo
×

সারাদেশ

ভালুকায় নুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত

Icon

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ১০:৪৮ পিএম

ভালুকায় নুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত

ময়মনসিংহের ভালুকায় দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা ও যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার দুপুরে ভালুকার পৌরসভাধীন তুরাব-বিন-ফয়সার হিফজ মাদ্রাসায় দোয়া, কুরআনখানি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দোয়া মাহফিল পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ ফয়সাল আহম্মেদ ও মাদ্রাসার ওস্তাদ মুফতি মো. জহিরুল ইসলাম। 

এর আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন-ভালুকা প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামরুল হাসান কামাল, ভালুকা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. মাইন উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মো. আক্কাছ আলী, দৈনিক যুগান্তরের ভালুকা উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলাম জুয়েল, দৈনিক নয়াদিগন্তের ভালুকা সংবাদদাতা আসাদুজ্জামান ফজলু ভালুকা প্রেস ক্লাবের সহ-সভাপতি এমএ সবুর, আতাউর রহমান তরফদার, ভালুকা প্রেসক্লাবের সদস্য ওয়ালিউল ইসলাম আজমী, স্বজন মহি উদ্দিন মো. রুহুল আমীন, মাজাহারুল ইসলাম, সাদিকুল ইসলাম, সাজ্জাত আহাম্মেদ, পলাশ, আসাদুজ্জামান, ইমন মিয়া, ফারুক মিয়া ও কবির মিয়া ।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম