শেরপুরে বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ১০:৪৪ পিএম
![শেরপুরে বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/07/13/image-827722-1720889040.jpg)
যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে শেরপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে শনিবার বাদ আসর শেরপুর টাউনের শেখহাটি বাজার জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এখানে শেখহাটি বাজার জামে মসজিদের ইমাম হাফেজ ক্বারি মাওলানা উমর আলী দোয়া মাহফিল পরিচালনা করেন।
দোয়া মাহফিলে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার শান্তি কামনার পাশাপাশি তার সহধর্মিনী যমুনা গ্রুপের বর্তমান চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের প্রকাশক অ্যাডভোকেট সালমা ইসলাম এমপিসহ পরিবারের সদস্যদের দীর্ঘাযু কামনা করা হয়। সেইসঙ্গে যমুনা গ্রুপের সমৃদ্ধি কামনা করা হয়।
এ সময় যুগান্তরের জেলা প্রতিনিধি মোঃ আব্দুর রহিম বাদল, শেরপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আওয়ামী লীগ নেতা রহমতউল্লাহ, শেরপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুল মান্নান, ব্যবসায়ী মনিরুজ্জামান মনির, যুগান্তর স্বজন সমাবেশের সদস্য শেখ সজিবুর রহমান সজিব,মোঃ আব্দুর রাহিদ তন্ময় সহ বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল শেষে উপস্থিত মুসল্লিদের মধ্যে তোবারক বিতরণ করা হয়।