Logo
Logo
×

সারাদেশ

কিশোরগঞ্জে আলোচনা সভা

‘নুরুল ইসলাম শিল্পবিপ্লবের পথিকৃৎ’

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ০৯:৩৯ পিএম

‘নুরুল ইসলাম শিল্পবিপ্লবের পথিকৃৎ’

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কিশোরগঞ্জে কুরআন খতম, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যুগান্তরের কিশোরগঞ্জ ব্যুরো বিকাল ৩টায় শহরের ঐতিহ্যবাহী নূরুল উলুম আদর্শ বালিকা সদন মিলনায়তনে এ আয়োজন করে। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, নুরুল ইসলাম ছিলেন বাংলাদেশের আশা জাগানিয়া শিল্পোদ্যোক্তা, দেশের শিল্পবিপ্লবের অন্যতম পথিকৃৎ। তিনি ছিলেন যুগসন্ধিক্ষণের সত্যসন্ধানী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্বপ্নদ্রষ্টা।

যুগান্তরের কিশোরগঞ্জ ব্যুরো প্রধান এ টি এম নিজামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন কিশোরগঞ্জের জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, দৈনিক কালেরকণ্ঠ প্রতিনিধি শফিক আদনান, সময় টিভির স্টাফ করেসপন্ডেন্ট নূর মোহাম্মদ, মানবজীবনের স্টাফ করেসপন্ডেন্ট আশরাফুল ইসলাম প্রমুখ।

উপস্থিত ছিলেন এখন টিভির করেসপন্ডেন্ট কায়েস আহমেদ, দীপ্ত টিভি করেসপন্ডেন্ট তোফায়েল আহমেদ তুষার, সময় টিভির ভিডিও জার্নালিস্ট শরীফুল ইসলাম, যুগান্তর কিশোরগঞ্জ ব্যুরোর স্টাফ সারোয়ার হোসেনসহ এতিমখানার ১১০ জন এতিম শিক্ষার্থী এবং শিক্ষক-শিক্ষিকারা। 
এর আগে ১১০ জন এতিম বালিকা কুরআন খতম করেন। আলোচনা সভা শেষে মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. জসিমউদদীন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম