মন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে আ.লীগের দুগ্রুপের সংঘর্ষ
আখাউড়া ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ১২ জুলাই ২০২৪, ০৮:৪৬ পিএম
মন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে আ.লীগের দুগ্রুপের সংঘর্ষ। ছবি: যুগান্তর
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আইনমন্ত্রী আনিসুল হককে কে স্বাগত জানাতে গিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় ট্রেনে নিজ সংসদীয় এলাকায় যান আইনমন্ত্রী আনিসুল হক। এ সময় মন্ত্রীকে স্বাগত জানাতে রেলস্টেশনে উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজল এবং স্টেশনের বাইরে ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মনির হোসেন। এ সময় স্টেশনে মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করেন পৌর মেয়র।
মন্ত্রী স্টেশনের বাইরে বের হলে পৌর মেয়র এবং উপজেলা চেয়ারম্যান সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। কিল-ঘুসি ও লাঠিসোটা নিয়ে একে অপরের ওপর হামলা চালান। এ সময় আহত হন উভয় পক্ষের অন্তত ১০ জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
আখাউড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল অভিযোগ অস্বীকার করে যুগান্তরকে বলেন, গত উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী মুরাদ হোসেনের এক কর্মীকে মারধর করার ঘটনায় এ ঘটনা ঘটেছে। এতে তার কোনো সংশ্লিষ্টতা নেই।
আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মনির হেসেন যুগান্তরকে বলেন, আইনমন্ত্রী আনিসুল হককে ফুল দিয়ে স্বাগত জানানোর জন্য রেলওয়ে স্টেশনের বাইরে তার কর্মী সমর্থকদের নিয়ে অপেক্ষা করছিলেন। এ সময় মন্ত্রী কসবা উপজেলার উদ্দেশে চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই মেয়রের লোকজন অতর্কিতভাবে তার ওপর হামলা চালান।
নিজ দলের দুই পক্ষের মধ্যে সংঘের্ষের বিষয়ে আইনমন্ত্রী বলেন, আখাউড়ায় দুই পক্ষের মাঝে ঘটে যাওয়া ঘটনা খুব দ্রুতই মীমাংসা করা হবে।