Logo
Logo
×

সারাদেশ

ঘরে ঢুকে ছেলে দেখলেন মা রক্তাক্ত

Icon

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি 

প্রকাশ: ১২ জুলাই ২০২৪, ০২:৪৮ পিএম

ঘরে ঢুকে ছেলে দেখলেন মা রক্তাক্ত

পিরোজপুরের নাজিরপুরে জুতিকা বালা (৫০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের উত্তর জয়পুর গ্রামে ওই নারীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। 

জুতিকা বালা ওই গ্রামের নারায়ণ বালার স্ত্রী।

এ ঘটনায় নিহতের ছেলে জুতিষ বালা ও জুতিষের চাচাতো ভাই উজ্জ্বল বালাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। 

নিহতের ছেলে ক্ষিতিশ বালা জানান, কালীবাড়িতে তার একটি চায়ের দোকান রয়েছে। ঘটনার দিন রাত সাড়ে ১২টার দিকে তিনি ও তার বাবা দোকান থেকে বাড়িতে ফেরেন। তবে তাদের বাড়ি ফেরার আগেই বড় ভাই জুতিষ বালা বাড়িতে ফেরে দেখেন তার মাকে দুর্বৃত্তরা কুপিয়ে মারাত্মকভাবে আহত করে রক্তাক্ত অবস্থায় ঘরে খেলে রেখে গেছে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথেই তার মৃত্যু হয়। 

তিনি আরও জানান, তাদের ঘরে কিছু টাকা ছিল। ধারণা করা হচ্ছে, ওই টাকা নিতে আসলে মা তাতে বাধা দেন। এর জের ধরে মাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে তার মা গত প্রায় ১০ বছর ধরে সামান্য মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি একা একা থাকতেন। তাদের পারিবারিক কোনো শত্রু  নেই। 

স্থানীয় ইউপি সদস্য মো. সিন্টু হাওলাদার বলেন, এ ঘটনার খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে সেখানে গিয়ে ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জিনাত তাসনিম বলেন, ওই নারীর নাক, মুখ ও ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কয়েকটি কোপের চিহ্ন রয়েছে। 

নাজিরপুর থানার ওসি মো. শাহ আলম হাওলদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা ধারণা করা সম্ভব হচ্ছে না। কেননা ওই নারীদের পারিবারিক অবস্থা মোটেই ভালো না। তা ছাড়া তিনি মানসিক প্রতিবন্ধী ব্যক্তি। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম