Logo
Logo
×

সারাদেশ

বেরোবিতে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের ‘হাতাহাতি’

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ১০:৪৬ পিএম

বেরোবিতে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের ‘হাতাহাতি’

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীদের কোটা সংস্কারের আন্দোলনের মিছিল বের করার সময় ছাত্রলীগের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের ১নং গেটের সামনে এ ঘটনা ঘটে। 

আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম। আমাদের বিক্ষোভ মিছিল বের হওয়ার সময় ছাত্রলীগ আমাদের ওপর অতর্কিত হামলা করে। আমাদের মিছিল ছত্রভঙ্গ করে দেয়। এর আগে আমাদের প্রক্টরিয়াল বডি ও শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামিম আন্দোলন না করার নির্দেশ দেন। 

শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া বলেন, আমরা তাদের সঙ্গে আগে কথা বলেছি এটি আদালতের বিষয়। এখানে নির্বাহী বিভাগের কাছে কিছু নেই। আন্দোলনকারীরা যে হাতাহাতির কথা বলেছেন সেটি প্রক্টরিয়াল বডির সঙ্গে কথা বলার সময় অতর্কিতভাবে হয়েছে।

এ বিষয়ে প্রক্টর শরিফুল ইসলাম বলেন, এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

তাজহাট থানার ওসি রবিউল ইসলাম বলেন, এটি আদালতে বিচারাধীন। সরকার শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করতে বলেছে। তারা যাতে সড়ক অবরোধ করে জনদুর্ভোগ তৈরি না করে সেটার জন্য আমরা অবস্থান নিয়েছি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম