Logo
Logo
×

সারাদেশ

কোটা বাতিলের দাবিতে ভাসানী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

প্রকাশ: ১০ জুলাই ২০২৪, ১০:৩৭ পিএম

কোটা বাতিলের দাবিতে ভাসানী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

কোটা বাতিলের দাবিতে ভাসানী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ। ছবি: যুগান্তর

কোটা বাতিলের দাবিতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টাঙ্গাইল-আরিচা মহাসড়ক অবরোধ করেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের কাগমারী মোড়ে অবস্থান নিয়ে তারা প্রায় ঘণ্টাব্যাপী অবরোধ করেন। 

এ সময় তারা- সারা বাংলায় খবর দে-কোটা প্রথার কবর দে, আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই বিভিন্ন আগুনঝরা স্লোগানের মাধ্যমে রাজপথ মুখরিত করে তোলেন।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বৈষম্যমূলক কোটার মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে অন্যায় করা হচ্ছে। আমরা আগেও সব অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেছি। এ বৈষম্য দূর না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। আমি কোটা চাই না, আমার মেধা দিয়ে চাকরি চাই।

মেহেদী হাসান নামের এক শিক্ষার্থী বলেন, এ আন্দোলন সরকারবিরোধী আন্দোলন না, এ আন্দোলন আমাদের সবার ভবিষ্যৎ নিশ্চিতের আন্দোলন। যৌক্তিক দাবি আদায়ের আন্দোলন। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যেতে চাই।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম