Logo
Logo
×

সারাদেশ

দামুড়হুদার সীমান্তে আড়াই কেজি স্বর্ণের বারসহ আটক ১

Icon

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২৪, ০৯:৩০ পিএম

দামুড়হুদার সীমান্তে আড়াই কেজি স্বর্ণের বারসহ আটক ১

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্ত থেকে প্রায় আড়াই কেজি ওজনের ৮টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। আটক আকরাম হোসেন (৩০) ঠাকুরপুর গ্রামের আ. ছাত্তারের ছেলে।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সীমান্ত ঠাকুরপুর বাগানপাড়ায় একটি মোটরসাইকেলযোগে পালানোর সময় স্বর্ণসহ তাকে আটক করা হয়। 

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, বুধবার দুপুরে একটি স্বর্ণের চালান ভারতে পাচারের খবর পেয়ে ঠাকুরপুর সীমান্ত বিজিবি বিওপি কমান্ডার সুবেদার সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত মেইন পিলার ৯০ হতে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। 

এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে মোটর সাইকেলযোগে সীমান্তের দিকে যেতে দেখে চ্যালেঞ্জ করে। মোটরসাইকেল চালক পালানোর চেষ্টা করলে টহল দল তাকে আটক করে। 

বিজিবি জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার কোমরের সঙ্গে লুঙ্গির ভেতর স্কচটেপ দ্বারা মোড়ানো ৪টি প্যাকেট উদ্ধার করে। প্যাকেটের ভেতর হতে ২ কেজি ৩৩৫ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। 

এ ব্যাপারে সুবেদার সাইফুল ইসলাম বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা করেন। জব্দ করা স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম