Logo
Logo
×

সারাদেশ

নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসে আগুন, আহত ৫

Icon

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ১০ জুলাই ২০২৪, ০৯:১১ পিএম

নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসে আগুন, আহত ৫

নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসে আগুন। ছবি: যুগান্তর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকালে সোনারগাঁয়ে মেঘনা টোলপ্লাজা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে মাইক্রোবাসে থাকা ৫ জন গুরুতর আহত হন। 

কাঁচপুর হাইওয়ে থানার টিআই (ট্রাফিক পরিদর্শক) আবু নাইম এ অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৩২২১৩) নিয়ন্ত্রণ হারিয়ে মেঘনা সেতুর টোলপ্লাজার সামনের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়। মাইক্রোবাসের ভেতরে থাকা যাত্রীরা চিৎকার করলে টোলপ্লাজা কর্তৃপক্ষ ও এলাকাবাসী জানালার গ্লাস ভেঙে তাদের উদ্ধার করেন। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) রেজাউল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাস থেকে যাত্রীদের উদ্ধার করে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম