Logo
Logo
×

সারাদেশ

ভোলায় কার্গো জাহাজের ধাক্কায় ড্রেজার ডুবি, নিখোঁজ ৫

Icon

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ১০:১৯ পিএম

ভোলায় কার্গো জাহাজের ধাক্কায় ড্রেজার ডুবি, নিখোঁজ ৫

ফাইল ছবি

ভোলার সদর উপজেলার মেঘনা নদীতে তেলবাহী কার্গো জাহাজের ধাক্কায় ড্রেজার ডুবে চালক-কর্মচারীসহ পাঁচজন নিখোঁজ হয়েছেন। রোববার রাতে ইলিশা ইউনিয়নের ৩নং কাইট বালুমহালে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তিরা হচ্ছেন পশ্চিম ইলিশা এলাকার সেরাজল হক হাওলাদারের ছেলে নূরে আলম নুরু (৪০), আব্দুল হাই বকসির ছেলে সিয়াম (২২), পাঙ্গাসিয়া গ্রামের হানিফ মিজির ছেলে আরিফ (২৫), ইউনুসের ছেলে হারুন (৪০) এবং হোসেনের ছেলে তানজিল।

এদিকে সোমবার সকাল থেকে, পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস মেঘনা নদীতে দিনভর অভিযান চালালেও নিখোঁজদের সন্ধান মেলেনি। রোববার রাতে ভোলা থানায় ড্রেজারের মালিক শাহে আলম একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই ডায়রিতে তিনি উলে­খ করেন, তার ড্রেজারসহ পাঁচজন স্টাফ নিখোঁজ রয়েছেন।

ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে, তেলের ট্যাংকার বা পণ্যবাহী জাহাজের ধাক্কায় ড্রেজারসহ পাঁচজন ডুবে যান। নদী উত্তাল থাকায় অভিযান শেষ  করা যায়নি।

ভোলা কার্গো জাহাজ ধাক্কা ড্রেজার ডুবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম