Logo
Logo
×

সারাদেশ

পুলিশ পরিচয়ে প্রতারণা, চট্টগ্রাম বন্দরের কর্মচারী গ্রেফতার

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৭ জুলাই ২০২৪, ১০:৫১ পিএম

পুলিশ পরিচয়ে প্রতারণা, চট্টগ্রাম বন্দরের কর্মচারী গ্রেফতার

পুলিশ কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে খন্দকার ইশতিয়াক আহম্মদ বায়েজিদ (৩৭) নামে চট্টগ্রাম বন্দরের এক কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে নগরীর বারিক বিল্ডিং মোড় এলাকা থেকে বন্দর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতার বায়েজিদ বন্দরের হাইড্রোগ্রাফি বিভাগে গ্রিজার পদে কর্মরত। তার বাড়ি চাঁদপুর জেলায়। বাসা চট্টগ্রাম নগরীর সদরঘাটে বন্দর আবাসিক কলোনিতে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, বন্দরের কর্মচারী বায়েজিদ বন্দর থানার এসআই রফিকুল ইসলাম পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন। জসিম নামে এক বিকাশ এজেন্টের কাছ থেকে বিকাশে সাত হাজার টাকা নেন। পরে জসিম থানায় খোঁজ নিয়ে জানতে পারেন বন্দর থানায় এসআই রফিকুল ইসলাম নামে কেউ নেই। জসিম শুক্রবার রাতে মামলা দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয় বায়েজিদকে গ্রেফতার করে।

বন্দর থানার ওসি মনজুর কাদের মজুমদার জানান, প্রতারণার অভিযোগে বন্দরের এক কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। তাকে প্রতারণার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম