Logo
Logo
×

সারাদেশ

নান্দাইলে হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

Icon

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৪, ০৭:২৩ পিএম

নান্দাইলে হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নান্দাইলে হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন। ছবি: যুগান্তর

ময়মনসিংহের নান্দাইলে চর বেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামের ইজিবাইক চালক আবুল কাশেম (৪০) হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন নিহতের পরিবার এবং এলাকাবাসী। শুক্রবার দুপুর ১২টায় কানুরামপুর-ত্রিশাল আঞ্চলিক মহাসড়কের চরশ্রীরামপুর বালুরচর এলাকায় শত শত গ্রামবাসী ও নিহতের পরিবার সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন।

মানববন্ধন শেষে গ্রামবাসী সড়কে বিক্ষোভ মিছিল করে হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে স্লোগান দেন। এ সময় আঞ্চলিক সড়কে যানজট তৈরি হয়। মানববন্ধনে নিহত আবুল কাশেমের স্ত্রী হোসনা খাতুন, ছেলে হিমেল মিয়া, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রশিদ, প্রতিবেশী আলতাব উদ্দিন, সাইফুল ইসলাম, মন্নাস সরদার, রোস্তম মিয়া প্রমুখ ১৪ দিনেও আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। এ সময় বাদীপক্ষকে মামলা তুলে নিতে আসামি পক্ষের হুমকির প্রতিবাদও জানান বক্তারা।

জানা গেছে, গত ২২ জুন পাওনা টাকা চাওয়াতে ইজিবাইক চালক আবুল কাশেমকে চরশ্রীরামপুর গ্রামের রফিকুল ইসলাম ও তার সহযোগীরা পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে। পরে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে মৃত্যু হয়। এ ঘটনায় গত ২৩ জুন আবুল কাশেমের পুত্র মো. হিমেল মিয়া বাদী হয়ে ১০ জনের নামে হত্যা মামলা করেন। এ ঘটনায় মামলার ৬নং আসামি মো. সুরুজ আলীকে গ্রেফতার করলেও অন্য আসামিদের এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।

নিহত আবুল কাশেমের স্ত্রী বলেন- আমার নিরীহ স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।  স্বামী হারিয়ে ৮ সন্তান নিয়ে খুবই কষ্টে দিনপার করছি। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদের গ্রেফতারের দাবি জানাই।

মামলার বাদী আবুল কাশেমের ছেলে হিমেল মিয়া বলেন- আসামিরা মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। আমরা এখন প্রাণ ভয়ে আছি। দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি করছি।

জানতে চাইলে মামলার তদন্তকারী উপ-পরিদর্শক শফিউল্লাহ্ মির্জা বলেন- আবুল কাশেম হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাকিদের গ্রেফতারে চেষ্টা চলছে। বাদীকে মামলা তুলে নেওয়ার হুমকির বিষয়ে কোনো অভিযোগ পাইনি, পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম