Logo
Logo
×

সারাদেশ

বগুড়ার দুই পৌর কাউন্সিলর জেলহাজতে

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৪ জুলাই ২০২৪, ১০:১০ পিএম

বগুড়ার দুই পৌর কাউন্সিলর জেলহাজতে

নাশকতার মামলায় বগুড়া পৌরসভার দুই কাউন্সিলরের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। বগুড়ার সিনিয়র জেলা ও দায়রা জজ একেএম মোজাম্মেল হক চৌধুরী এ আদেশ দেন।

মামলার বাদী সদর থানার এসআই জাকির আল আহসান এ সত্যতা নিশ্চিত করেন।

আসামিরা হলেন- বগুড়া শহরের ফুলবাড়ি এলাকার মৃত আবদুল জোব্বারের ছেলে বগুড়া পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর বিএনপি নেতা তৌহিদুল ইসলাম বিটু (৪৮) ও শহরের ধরমপুর পশ্চিমপাড়ার মৃত আবদুল গফুর সোনারের ছেলে বগুড়া পৌরসভার ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর বিএনপি নেতা ইকবাল হোসেন রাজু (৪৮)।

পুলিশ ও মামলা সূত্র জানায়, গত বছরের ৫ নম্বর বিএনপি ও জামায়াতসহ সমমনা দলগুলোর দুদিনের কর্মসূচি চলছিল। বেলা সোয়া ১০টার দিকে তারা শহরের ঝোপগাড়ি এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে পুলিশের ওপর চড়াও হয়ে সরকারি কাজে বাধা, ইট-পাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করলে হামলাকারীরা পালিয়ে যায়।

এ ব্যাপারে সদর থানার এসআই জাকির আল আহসান বিএনপি নেতা পৌর কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু ও ইকবাল হোসেন রাজুসহ ২৭ জনের নাম উল্লেখ করে মামলা করেন। তারা বৃহস্পতিবার দুপুরে বগুড়ার সিনিয়র জেলা ও দায়রা জজ একেএম মোজাম্মেল হক চৌধুরীর আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালতে শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

বগুড়া জেলা বিএনপির দায়িত্বশীল নেতারা বলেন, কাউন্সিলর বিটু ও রাজু বর্তমানে দলের দায়িত্বশীল কোনো পদে নেই। তাদের বিএনপি নেতা বলা হয়ে থাকে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম