আগামী ১৮ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। আজ সকালে চট্টগ্রামের দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মহানগর আওয়ামী লীগের সভায় বিস্তারিত আলোচনান্তে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
দলের সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনা সম্মেলনের তারিখ সদয় অনুমোদন করেন। ইতোমধ্যে চট্টগ্রাম মহানগরের অন্তর্গত ১৩২টি ইউনিটের মধ্যে ১০৫ ইউনিটের সম্মেলন সম্পন্ন হয়েছে।
৪৪টি ওয়ার্ডের মধ্যে ১৫টি ওয়ার্ড এবং ১৫টি থানার মধ্যে ১টি থানার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৫ জুলাইয়ের মধ্যে অবশিষ্ঠ ইউনিট সম্মেলন, ৩১ জুলাইয়ের মধ্যে ওয়ার্ড সম্মেলন এবং ১০ সেপ্টেম্বরের মধ্যে থানা সম্মেলন সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় টিমওয়ার্কের মাধ্যমে সকলে মিলে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের দৃঢ় সংকল্প ব্যক্ত করা হয়।
মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, সভা পরিচালনা করেন মহানগরের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন।