Logo
Logo
×

সারাদেশ

নাফ নদীতে মাছ ধরতে গিয়ে ভেসে গেল বাবা-ছেলে 

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি 

প্রকাশ: ০৩ জুলাই ২০২৪, ১১:১৪ পিএম

নাফ নদীতে মাছ ধরতে গিয়ে ভেসে গেল বাবা-ছেলে 

ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরতে গিয়ে স্রোতের টানে ভেসে গেছে বাবা-ছেলে।  বুধবার এ ঘটনা ঘটে। কয়েক ঘণ্টা পর কেয়ারিঘাট পয়েন্ট থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। বাবার নাম নুরুল্লাহ ও ছেলে রুহুল আমিন। দুজনেই জাদিমুড়া রোহিঙ্গা শিবির ২৭, ব্লক ৭, এফসিএন ২৫৭২৩৬-এর বাসিন্দা।  

ক্যাম্পের হেড মাঝি মো. নুর জানান, সকালে বাপ-বেটা জাদিমুড়া ওমর খালে মাছ শিকারে যায়। এ সময় প্রচুর বৃষ্টি হওয়ায় হঠাৎ পাহাড়ি ঢলের পানি বৃদ্ধি পেলে তারা স্রোতের টানে ভেসে যায়।  স্থানীয়দের কাছে খবর পেয়ে পরিবারের সদস্যরা কেয়ারিঘাট পয়েন্টে গিয়ে লাশ দেখতে পায়।  

টেকনাফ নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন কুমার বিশ্বাস জানান, লাশ দুটি উদ্ধারের পর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম