ধরলা-ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুলাই ২০২৪, ০২:১৬ পিএম
কুড়িগ্রামে ধরলা ও ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হয়ে পড়েছে নদনদীর অববাহিকার চর ও নিম্নাঞ্চল। এ ছাড়া দুধকুমার ও তিস্তা নদীর পানি বিপৎসীমার খুব কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে।
বুধবার সকাল ৯টায় জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দেওয়া তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ধরলা নদীর পানি তালুক শিমুলবাড়ি পয়েন্টে ৪৯ সে.মি. বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১১ সে.মি. ও ব্রহ্মপুত্র নদের পানি নুনখাওয়া পয়েন্টে ৫৫ সে.মি. বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৪ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
অন্যদিকে তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে ৩৫ সে.মি. বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩১ সে.মি ও দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে ৫৩ সে.মি. বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা আর দু-একদিন থেমে থেমে অব্যাহত থাকতে পারে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, পানি বৃদ্ধি অব্যাহত থাকার কারণে আগামী ২৪ ঘণ্টায় তিস্তা ও দুধকুমার বিপৎসীমা অতিক্রম করতে পারে। যার ফলে জেলায় ২য় ধাপে স্বল্পমেয়াদি বন্যা দেখা দেবে।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ বলেন, বন্যা মোকাবিলায় আমাদের ত্রাণসামগ্রী বিতরণ চলমান। চারশ আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। যেদিকে প্লাবিত হচ্ছে আমরা সেদিকেই নজর রাখছি।