প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ১০:৫৬ পিএম
সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে নেত্রকোনার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সর্বাত্মক কর্মবিরতি পালিত হয়।
সোমবার সকাল থেকে দেশজুড়ে ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মসূচির অংশ হিসেবে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক কর্মবিরতি পালন করে। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের উদ্যোগে একই দাবিতে আধা দিবস কর্মবিরতি পালন করা হয়।
তবে কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের আন্দোলনের বাইরে চালু রয়েছে পরিবহণ ও বিদ্যুতে জরুরি সেবা।
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান পরাণ বলেন, সংগঠনের ৮৩ জন সদস্য সবাই যার যার ডেস্কে অবস্থান করে কর্মবিরতি পালন করছেন। এ সময়ে তারা বিশ্ববিদ্যালয়ের কোনো কাজে অংশ নিচ্ছেন না। এ ভাবেই ৭ জুলাই পর্যন্ত আন্দোলন চলবে। এর মধ্যে সরকার দাবি না মানলে পরে পুরো কর্মবিরতিতে যাব।
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি হাফসা আক্তার বলেন, আমরা আশা করি সরকার আমাদের দাবি মেনে নেবে। আমরা এখন আন্দোলনে আছি। ক্লাশে যোগ দিচ্ছি না। বিশ্ববিদ্যালয়ের পাঠ, পরীক্ষা, প্রশাসনিক কাজ বন্ধ থাকবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তিনি।