Logo
Logo
×

সারাদেশ

পেয়ারা গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্ট, পুকুরে পড়ে মারা গেল মাদ্রাসাছাত্র

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ১০:৪৪ পিএম

পেয়ারা গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্ট, পুকুরে পড়ে মারা গেল মাদ্রাসাছাত্র

বগুড়ার দুপচাঁচিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে আরাফ আহম্মেদ নাকিব (১১) নামে মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার মাস্টারপাড়া এলাকায় বাড়ির পাশে পেয়ারা গাছে উঠলে বিদ্যুতায়িত হয়ে পুকুরে পড়ে মারা যায়।

পুলিশ ও স্বজনরা জানান, মৃত আরাফ আহম্মেদ নাকিব বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মাস্টারপাড়ার নাসির উদ্দিনের ছেলে। সে দুপচাঁচিয়া ডিএস কেজি মাদ্রাসায় চতুর্থ শ্রেণিতে পড়তো। নাকিব পেয়ারা পাড়ার জন্য সোমবার বেলা ১২টার দিকে বাড়ির পাশে ছোট গাছে উঠে। গাছের ধারে বৈদ্যুতিক খুঁটির আর্থিং তার ধরলে বিদ্যুতায়িত হয়ে সে পাশের পুকুরে পড়ে যায়। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুপচাঁচিয়া থানার ওসি সনাতন চন্দ্র সরকার জানান, মৃত মাদ্রাসাছাত্রের পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম