শাহরিয়ার আলমকে ‘ষড়যন্ত্রকারী’ আখ্যা রাজশাহী মহানগর আ.লীগের
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ০৯:১৫ পিএম
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সরকারদলীয় সংসদ সদস্য শাহরিয়ার আলমকে ‘ষড়যন্ত্রকারী’ হিসেবে উল্লেখ করেছে রাজশাহী মহানগর আওয়ামী লীগ। সোমবার বেলা ১১টায় নগরীর কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগের এক সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন তারা।
রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল হত্যাকাণ্ডের পেছনে দলের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন এবং রাজশাহী-৩ আসনের এমপি আসাদুজ্জামান আসাদকে মদদদাতা উল্লেখ করে শাহরিয়ার আলমের দেওয়া বক্তব্যের প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার। তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে জাতীয় নেতা শহীদ এএইচএম কামারুজ্জামানের অবদানকে খাটো করতে এবং আধুনিক রাজশাহীর রূপকার তার ছেলে এএইচএম খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে কতিপয় গণধিকৃত, জনবিচ্ছিন্ন, সুযোগসন্ধানী হিসেবে আখ্যায়িত ব্যক্তিবর্গ চক্রান্তে-ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। এরা সব সময় খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে কুৎসা রটনায় লিপ্ত আছেন।’
তিনি আরও বলেন, ‘খায়রুজ্জামান লিটন সম্পর্কে শাহরিয়ার আলমের বিদ্বেষমূলক বক্তব্য ছড়িয়ে পড়ার ফলে সর্বস্তরে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। নেতাকর্মীরা তাৎক্ষণিক সোশ্যাল মিডিয়ায় সরব হন। রাজপথে নেমে আসেন এবং মিছিল-মিটিং সভা সমাবেশের মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করতে থাকেন। এটি এখনো অব্যাহত আছে।
শাহরিয়ার আলমের এমন দম্ভোক্তির প্রতিবাদে বীরমুক্তিযোদ্ধা, আইনজীবীসহ বিভিন্ন সামাজিক সংগঠন তার বিচারের দাবিতে সোচ্চার হন। মানুষের এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে আমরা অভিবাদন জানাই।’
আসলাম সরকার বলেন, ‘ছাত্রলীগের কর্মী থেকে আওয়ামী লীগ নেতা বাবুলের সঙ্গে খায়রুজ্জামান লিটনের রাজনৈতিক সম্পর্ক অত্যন্ত গভীর। আহত হওয়ার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বাবুলের চিকিৎসার সার্বক্ষণিক খোঁজখবর নেন লিটন। নিহতের সন্তানদের পাশে অভিভাবকের দায়িত্ব নিয়ে পাশে দাঁড়ান।
কিন্তু শাহরিয়ার আলম লিটনকে আসামি করে নতুন হত্যা মামলার ঘোষণা দেন। ষড়যন্ত্রকারী শাহরিয়ার আলমের এ ঘোষণায় আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মী ও জনগণের মাঝে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। জনগণের প্রশ্ন তাহলে কি ষড়যন্ত্রকারী শাহরিয়ারদের হাতেই ধ্বংস হবে আওয়ামী লীগ?’
তিনি বলেন, ‘উচ্চাভিলাষী শাহরিয়ার আলম আওয়ামী লীগের নীতি ও আদের্শের পরিপন্থি। তিনি দলের শৃংঙ্খলাবিরোধী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। এমন পরিস্থিতিতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মী ও জনসাধারণকে শান্ত থাকার জন্য, ধৈর্য ধারণ করার জন্য ও কোনো প্রকার উসকানি বা প্ররোচণায় কান না দেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। আমরা বিশ্বাস করি, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহরিয়ার আলমদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন।’
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি ডা. তবিবুর রহমান শেখ ও যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।