Logo
Logo
×

সারাদেশ

বড়াইগ্রামে সংঘর্ষে আহত সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু

Icon

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি 

প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ০২:০৭ পিএম

বড়াইগ্রামে সংঘর্ষে আহত সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশিক সরকার (২২) নামে এক সাবেক ছাত্রলীগ নেতা মারা গেছেন। 

১৫ দিন রাজশাহী মেডিকেল কলেজ  হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় রোববার বিকালে তিনি মারা যান। 

নিহত আশিক চান্দাই গ্রামের মিরন সরকারের ছেলে ও চান্দাই ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, চান্দাই গ্রামে একটি সরকারি খাস পুকুর ইজারা নিয়ে পারকোল গ্রামের মৎস্যচাষি কসলেম উদ্দিন ও চান্দাই গ্রামের সাহেব আলীসহ কয়েকজন মাছ চাষ করেন। গত ১৪ জুন শুক্রবার রাতে চান্দাই গ্রামের মিরন সরকার লোকজন নিয়ে পুকুরের মাছ মেরে নেন। পরদিন শনিবার এ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে সন্ধ্যায় মিরনের লোকজন কয়েকটি মোটর সাইকেলে গিয়ে চান্দাই করিম খাঁর মোড়ে সাহেব আলীর ছেলে সাকিবকে তুলে আনার চেষ্টা করে। এ সময় সাকিবের স্বজনরা এগিয়ে এলে উভয় পক্ষে সংঘর্ষ বাধে। এতে আশিক সরকারসহ উভয় পক্ষের আটজন আহত হন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার আশিক মারা যান।  

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) সরল মুরমু জানান, খবর পেয়ে একটি টিম ঘটনাস্থলে গিয়েছেন। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।   

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম