Logo
Logo
×

সারাদেশ

শস্য দানায় ফুটে উঠলো বাংলাদেশের মানচিত্র

Icon

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি 

প্রকাশ: ২৯ জুন ২০২৪, ০৯:১৮ পিএম

শস্য দানায় ফুটে উঠলো বাংলাদেশের মানচিত্র

নাটোরের বড়াইগ্রামে কাঁচা মরিচ, পাকা মরিচ আর চিনা বাদামের সমন্বয়ে আঁকা হয়েছে ৩০ লাখ শহিদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের মানচিত্র। 

শনিবার কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলা উপলক্ষ্যে কৃষকের উৎপাদিত শস্যদানা দিয়ে এ প্রতিকৃতি আঁকা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ চিত্রকর্ম তৈরি করে কৃষি বিভাগ। মেলাটির উদ্বোধন করেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী 

উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবলু, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান রেজাউল করিম ভূট্টু ও মহিলা ভাইস চেয়ারম্যান চামেলী বেগম বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে শারমিন সুলতানা বলেন, সুজলা, সুফলা শস্য শ্যামল আমাদের প্রিয় বাংলাদেশ। এখানে নানা রকম ফসল ফলে। তাই বাংলার কৃষক সমাজের উৎপাদিত ফসল দিয়েই শ্রদ্ধা ভালোবাসায় গড়ে তোলা হয়েছে ত্রিশ লাখ শহিদের রক্তে কেনা বাংলাদেশের মানচিত্র।

প্রধান অতিথির বক্তব্যে ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীন দেশ পেয়েছি। এ দেশের প্রধান শক্তি হচ্ছে কৃষক। বঙ্গবন্ধু কৃষকদের ভালোবাসতেন। তিনি নিজে কৃষকদের কল্যাণে কাজ করে গেছেন। তার কন্যা শেখ হাসিনার সরকারও কৃষকদের উন্নয়নে কাজ করছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম