Logo
Logo
×

সারাদেশ

স্বজন সমাবেশের উদ্যোগে মাদকবিরোধী প্রচার অভিযান

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুন ২০২৪, ০৯:১৩ পিএম

স্বজন সমাবেশের উদ্যোগে মাদকবিরোধী প্রচার অভিযান

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও প্রচারাভিযান অনুষ্ঠিত হয়। 

শুক্রবার উপজেলা কলতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ ও প্রচারাভিযান অনুষ্ঠিত হয়।

সমাবেশে ‘মাদককে না বলুন’, ‘নেশামুক্ত সমাজ চাই- নিকোটিনমুক্ত বাতাস চাই, অসৎ সঙ্গে মেশায়-ধরবে মাদকের নেশায়, যে মুখে ডাকি মা-সে মুখে মাদক না ও ‘প্রতিটি ছাইদানী- হয়ে যাক ফুলদানি’ এমন সব স্লোগান দেখা যায়।

চন্দপাড়া মুক্ত স্কাউট গ্রুপ ও বর্ণমালা কিন্ডার গার্টেনের সহযোগিতায় অনুষ্ঠিত মাদকবিরোধী সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সভাপতি ও ইসলামাবাদ সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন চন্দপাড়া মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক বিদ্যুৎ কুমার নন্দী। 

এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শাহ মো. জিয়াউল হক, আনন্দ মোহন কলেজের ব্যবস্থাপনা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মো. লুৎফর রহমান, ময়মনসিংহ সদর উপজেলার শিক্ষা অফিসার মনিকা পারভীন, ময়মনসিংহ রয়েল মিডিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম, অগ্রদূত নিকেতন আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ম. নূরুল ইসলাম, উপজেলা কাব লিডার নয়ন কুমার দাস, গৌরীপুর প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি মহসিন মিয়া, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, যুগ্ম সম্পাদক মো. ফারুকুল ইসলাম, উপজেলা স্বজনের মহিলা বিষয়ক সম্পাদিকা মাহমুদা আক্তার রিপা, মহিলা ডিগ্রি কলেজ স্বজন সমাবেশের সাবেক সম্পাদক ইসরাত জাহান লাকী, স্বজন শামীম আনোয়ার, স্কাউট মো. মোয়াজ হোসেন, পূজা চৌধুরী, মুন দত্ত, মো. মাহফুজুর রহমান, নাফিজুল ইবনে বাসার তানভীর, পার্থ দেবনাথ, মো. সাকিবুল হাসান, মো. এহসানুল হক জারিফ, মুনতাসির রহমান মাসুক, পার্থ পাল অনন্ত প্রমুখ।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ জানান, ১ জুন মাসব্যাপী মাদকবিরোধী প্রচারাভিযানের উদ্বোধন করেন তৎকালীন উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। ৩০ জুন এ প্রচারাভিযানের সমাপনী অনুষ্ঠিত হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম