Logo
Logo
×

সারাদেশ

জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুন ২০২৪, ০৯:০৩ পিএম

জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতীকী ছবি

শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছামেদুল হক কেনা (৬৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। 

শনিবার সকাল ৯টার দিকে শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুরা নামাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত ছামেদুল হক কেনা ওই গ্রামের মৃত সায়েদ আলী মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক ছামেদুল হক কেনার সঙ্গে প্রতিবেশী পল্লি চিকিৎসক মো. হারুন ও সিদ্দিক খলিফাদের সঙ্গে এক খণ্ড জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে ওই জমিতে কলাগাছ লাগাতে যায় হারুন ও সিদ্দিকসহ তাদের লোকজন। এ সময় ছামেদুল হক কেনা বাধা দিতে গেলে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালিয়ে তাকে মারপিট করে গুরুতর আহত করে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কেনার ছেলে পারভেজ ও ছোটভাই ফজলুল হকসহ তিনজন আহত হয়েছে।

নিহত কেনার ছেলে পারভেজ অভিযোগ করে বলেন, আমাদের জমি জোরপূর্বক দখল করতে গিয়েছিল প্রতিবেশী হারুন ও সিদ্দিকরা। তাদের বাধা দিতে গিয়ে খুন হয়েছেন আমার বাবা। এ সময় আমরা বাধা দিতে গেলে আমাদেরকে মারপিট করা হয়েছে।  

এ ঘটনা পর জেলা পুলিশ সুপার মো. আকরামুল হোসেন মো. সাইদুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে শেরপুর সদর থানার ওসি মো. এমদাদুল হক বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম