Logo
Logo
×

সারাদেশ

প্রার্থীর কাছ থেকে ঘুস নেওয়া সেই ৩ প্রিসাইডিং অফিসারের জামিন

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুন ২০২৪, ০৮:১১ পিএম

প্রার্থীর কাছ থেকে ঘুস নেওয়া সেই ৩ প্রিসাইডিং অফিসারের জামিন

ফাইল ছবি

বরিশালের গৌরনদী পৌরসভা মেয়র পদে উপনির্বাচনে মেয়র প্রার্থীর কাছ থেকে ঘুস নেওয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় সেই তিন প্রিসাইডিং অফিসারকে জামিন দিয়েছেন আদালত। 

বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে জামিন আবেদন করলে বৃহস্পতিবার বিকাল সোয়া ৫টার দিকে জামিন মঞ্জুর করেন আদালত। 

জামিন পাওয়া আসামিরা হলেন- সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে প্রিসাইডিং অফিসার ও গৌরনদী বন্দর সোনালী ব্যাংকের ম্যানেজার মো. সাইদুর রহমান, সহকারী প্রিসাইডিং অফিসার ও গৌরনদী জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা সঞ্জয় কুমার ভদ্র, সহকারী প্রিসাইডিং অফিসার ও উত্তর কান্ডপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন। 

জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের জিআরও মো. রেজাউল করিম।  

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. ইলিয়াস জানান, গ্রেফতার ওই তিন আসামি জামিনে আছেন।  তদন্ত শেষ হলে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে।  

এজাহার সূত্রে জানা গেছে, পৌরসভার ৬নং ওয়ার্ডের সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. সাইদুর রহমান, সহকারী প্রিসাইডিং অফিসার সঞ্জয় কুমার ভদ্র ও দেলোয়ার হোসেন ভোটের আগের দিন মঙ্গলবার রাত ৯টার দিকে মোবাইল প্রতীকের মেয়র প্রার্থী এইচএম জয়নাল আবেদীনের কাছ থেকে ঘুস নিয়েছেন। বিষয়টি জানার পরে ভোট চলাকালীন সময়ে বুধবার বরিশাল আঞ্চলিক নির্বাচন অফিসার মো. আলাউদ্দিন, বরিশাল জেলা সিনিয়র অতিরিক্ত নির্বাচন অফিসার ও উপনির্বাচনের রিটার্নিং অফিসার অহিদুজ্জামান মুন্সী, কেন্দ্রে দায়িত্বরত এসআই মো. আব্দুল কাইয়ুম একদল পুলিশ নিয়ে কেন্দ্রে উপস্থিত হয়ে আসামিদেরকে একটি কক্ষে এনে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় আসামিরা ঘুস নেওয়ার কথা স্বীকার করেন। 

স্বীকারোক্তিতে আসামিরা বলেন, মোবাইল ফোন প্রতীকের মেয়র প্রার্থী এইচএম জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মো. হারিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী মঙ্গলবার রাতে ভোটকেন্দ্রে এসে বকশিসের কথা বলে তাদেরকে ৮ হাজার টাকা ঘুস দেন। এক পর্যায়ে ঘুসের টাকা বের করে দিলে পুলিশ ৮ হাজার টাকা জব্দ করে ও ওই তিন প্রিসাইডিং অফিসারকে আটক করে পুলিশ।                       
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম