Logo
Logo
×

সারাদেশ

নেতাই নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন, এলাকাবাসীর মানববন্ধন

Icon

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২৪, ০৯:০৬ পিএম

নেতাই নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন, এলাকাবাসীর মানববন্ধন

ময়মনসিংহের ধোবাউড়ায় ঘোঁষগাও ইউনিয়নে নেতাই নদীতে শতাধিক ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার সকালে ভূঁইয়াপাড়া এলাকায় এবং নেতাই নদীর পাড়ে বালু উত্তোলন বন্ধে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছেন এলাকার বাসিন্দারা। 

মানববন্ধনে বক্তব্য রাখেন ভুঁইয়াপাড়া আদিবাসী গ্রাম সমাজের চেয়ারম্যান হারুন রংদি, দুর্জয় আরেং, সুষময় নেং ওয়া প্রমুখ। 

মানববন্ধনে হারুন রংদি বলেন, অসংখ্য ড্রেজার বসিয়ে নেতাই নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে, এতে আমাদের ঘরবাড়ি হুমকির মুখে পড়েছে। যে কোনো সময় ভাঙনের কবলে পড়বে। 

এ বিষয়ে জানতে চাইলে বালু মহাল পরিচালনা কমিটির সভাপতি আ. খালেক মেম্বার বলেন, আমরা ইজারা নিয়ে বালু উত্তোলন করছি, আশেপাশে যাদের জমি আছে তাদেরকে ভাড়া দেওয়া হচ্ছে তারা সুবিধা পাচ্ছে, কিন্তু যারা মানববন্ধন করছেন তারা বাইরের লোক। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিন বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। মানববন্ধনের বিষয়টিও জেনেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে।

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম