Logo
Logo
×

সারাদেশ

খালে বাঁধ দিয়ে মাছ চাষ, ১ লাখ টাকা জরিমানা

Icon

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২৪, ০৪:২১ পিএম

খালে বাঁধ দিয়ে মাছ চাষ, ১ লাখ টাকা জরিমানা

গোপালগঞ্জের কোটালীপাড়ার পিঞ্জুরী ইউনিয়নের তারাইল-সোনাখালী খালে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ চাষের অপরাধে গুরুপদ মণ্ডল (৪৫) নামে এক ব্যক্তির ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

গুরুপদ মণ্ডল উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের তারাইল গ্রামের যদুনাথ মণ্ডলের ছেলে। 

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত এ জরিমানা করেন। 

প্রতীক দত্ত বলেন, গুরুপদ মণ্ডলসহ কয়েকজন ব্যক্তি তারাইল-সোনাখালী খাল, সোনাখালীর কুমলাবতী খাল, কোনের বাড়ির কলমামুনিয়া খাল, দেওপুরা খালে বাঁধ দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাছ চাষ করে আসছিল। 

এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পর আমরা বাঁধগুলো কেটে দিয়ে বুধবার দখলমুক্ত করি। বৃহস্পতিবার তারাইল-সোনাখালী খালে গুরুপদ মণ্ডল আবার বাঁধ দেয়। খবর পেয়ে আমরা বাঁধ দেওয়া স্থানে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে গুরুপদ মণ্ডলের ১ লাখ টাকা জরিমানা করি। আমাদের খাল দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম