Logo
Logo
×

সারাদেশ

টাঙ্গাইলে পুরুষের তুলনায় নারী বেশি

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

প্রকাশ: ২৭ জুন ২০২৪, ০৯:০৮ পিএম

টাঙ্গাইলে পুরুষের তুলনায় নারী বেশি

প্রতীকী ছবি

টাঙ্গাইলে মোট জনসংখ্যা ৪০ লাখ ৩৭ হাজার ৬০৮ জন। এর মধ্যে পুরুষ ১৯ লাখ ৪৫ হাজার ৮২৬ জন, নারী ২০ লাখ ৯১ হাজার ৪৯০ জন; যা পুরুষের তুলনায় ১ লাখ ৪৫ হাজার ৬৬৪ জন বেশি। 

বৃহস্পতিবার দুপুরে জনশুমারি ও গৃহগণনা ২০২২ জেলা রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। টাঙ্গাইল সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। 

সভায় জানানো হয়, জেলায় মুসলিম জনসংখ্যা ৩৭ লাখ ৬২ হাজার ৮২২ জন। এছাড়া হিন্দু ধর্মের দুই লাখ ৫৭ হাজার ৩৫১ জন, খ্রিস্টান ১৫ হাজার ১৯১ জন, বৌদ্ধ ২৬৪ জন এবং অন্যান্য ধর্মের লোক রয়েছেন ১ হাজার ৯৮০ জন। 

সদর উপজেলায় লোকসংখ্যা ৬ লাখ ১ হাজার ২২৭ জন, যা জেলার মোট জনসংখ্যার মধ্যে বেশি। ধনবাড়ীতে ১ লাখ ৮৯ হাজার ১২৯ জন, যা জেলার জনসংখ্যা হিসেবে সব চেয়ে কম। বাসাইল উপজেলায় মোট জনসংখ্যা ১ লাখ ৮৮ হাজার ৯৩৬ জন, ভূঞাপুরে ২ লাখ ১৭ হাজার ৩২৭ জন, দেলদুয়ারে ২ লাখ ১৮ হাজার ৭৪৫ জন, ঘাটাইলে ৪ লাখ ৪৮ হাজার ৭৪২ জন, গোপালপুরে ২ লাখ ৭০ হাজার ৩৩৩ জন, কালিহাতীতে ৪ লাখ ৪৯ হাজার ৪৭৭ জন, মধুপুরে ৩ লাখ ৩৭ হাজার ৩৯৩ জন, মির্জাপুরে ৪ লাখ ৭৪ হাজার ৬৫৮ জন, নাগরপুরে ৩ লাখ ১৯ হাজার ২৯৬ জন, সখীপুরে ৩ লাখ ২২ হাজার ৩৪৫ জন রয়েছেন। 

তথ্যমতে, জেলার ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা ছিল ৩৬ লাখ ৫ হাজার ৮৩ জন। সর্বশেষ ২০২২ সালের জনশুমারি অনুযায়ী মোট জনসংখ্যা ৪০ লাখ ৩৭ হাজার ৬০৮ জন। সেই হিসাবে টাঙ্গাইলে নতুন করে জনসংখ্যা বেড়েছে ৪ লাখ ২৫ হাজার ২৫ জন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. ওবায়দুর রহমান, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

এর আগে সকালে জনশুমারি ও গৃহগণনার বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় বিভিন্ন উপজেলার ইউএনও ও জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম