জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইকে কুপিয়ে হত্যা
চৌদ্দগ্রাম দক্ষিণ (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুন ২০২৪, ০৫:৫৮ পিএম
প্রতীকী ছবি
কুমিল্লার চৌদ্দগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মো. ইলিয়াছ হোসেন (৫০) নামে বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাই বাহার মিয়ার বিরুদ্ধে।
বুধবার সন্ধ্যায় উপজেলার বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা মধ্যমপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত ইলিয়াছ চাঁন্দকরা গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বসতবাড়ির জায়গা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছে। এ ঘটনাকে কেন্দ্র করে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হতো। এর ধারাবাহিকতায় বুধবার (২৬ জুন) সন্ধ্যায় তাদের মধ্যে আবারো ঝগড়া হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বাহার মিয়া (ছোট ভাই) ধারালো দা দিয়ে ইলিয়াছকে (বড় ভাই) এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। পরে আশপাশের লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুমেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের চাচাতো ভাই আবদুল মান্নান জানান, বাড়ির জায়গা নিয়ে বুধবার সন্ধ্যায় দুই ভাই ঝগড়া হয়। এ সময় ক্ষিপ্ত হয়ে বাহার ধারালো দা দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে।
আব্দুল মান্নান আরও বলেন, বাহার একজন মাদকসেবী।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল লতিফ বলেন, অভিযুক্ত বাহার মাদকাসক্ত লোক। বসতভিটার বিরোধকে কেন্দ্র করে প্রায়ই তার বড় ভাইয়ের ওপর হামলা করত। বুধবার সন্ধ্যায় বাহার ধারালো দা দিয়ে ইলিয়াছকে গুরুতর আঘাত করে। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।