কোটালীপাড়া উপজেলা প্রশাসন ৪টি খাল দখলমুক্ত করেছে
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুন ২০২৪, ০৫:১৭ এএম
দৈনিক যুগান্তর পত্রিকায় সংবাদ প্রকাশের পর গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৪টি খাল দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন। বুধবার উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত অভিযান চালিয়ে পিঞ্জুরী ইউনিয়নের তারাইল-সোনাখালী খাল, সোনাখালীর কুমলাবতী খাল, কোনের বাড়ির কলমামুনিয়া খাল, দেওপুরা খাল দখলমুক্ত করেন।
এর আগে রোববার যুগান্তর পত্রিকায় ‘কোটালীপাড়ায় শতাধিক খাল দখল করে মাছ চাষ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর উপজেলা প্রশাসন থেকে উপজেলার বিভিন্ন বিলে প্রভাবশালীদের দখলে থাকা খালগুলো দখলমুক্ত করতে মাঠে নামে।
দীর্ঘদিন ধরে এসব খাল দখল করে বাঁধ দিয়ে মাছ চাষ করার কারণে জলাবদ্ধতা সৃষ্টি, পরিবেশ বিপর্যায়, নৌ চলাচল ব্যাহত ও কৃষিকাজ বাধাগ্রস্ত হচ্ছিল। চরম বিপাকে পড়েছিলেন মুক্ত জলাশয় থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করা মৎস্যজীবীরা।
এসব খাল দখলমুক্ত হওয়ায় উপজেলা প্রশাসনকে ধনব্যাদ জানিয়েছেন এলাকাবাসী।