Logo
Logo
×

সারাদেশ

বিজয়নগরে হামলায় যুবলীগ নেতার অফিস প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর

Icon

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুন ২০২৪, ০২:১৪ এএম

বিজয়নগরে হামলায় যুবলীগ নেতার অফিস প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর

বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক, রুপসী বাংলা যুব কল্যাণ স্পোর্টিং ক্লাবের সভাপতি কাউছার মিয়ার অফিসে হামলা চালিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ গুরুত্বপূর্ণ আসবাবপত্র ভাঙচুর ও নগদ দুই লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

এ সময় উপস্থিত লোকজন এই ঘটনা প্রতিহত করতে গিয়ে ২ জন গুরুতর আহতসহ ৫/৬ জন আহত হন। গুরুতর আহত ব্যক্তিরা হলো উপজেলার সাতগাঁও গ্রামের কাল মিয়ার ছেলে ইয়ামিন মিয়া, নুরু মিয়ার ছেলে মনু মিয়া।

ঘটনাটি বুধবার দুপুরে উপজেলার আমতলী বাজারে রুপসী বাংলা যুব কল্যাণ স্পোর্টিং ক্লাবের সভাপতি কাউছার মিয়ার অফিসে ঘটে। এই ঘটনার মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে যুবলীগ নেতা কাউছার মিয়া জানান।

উপজেলার সাতগাঁও গ্রামের সুজন মিয়া, খোকন মিয়া, জালাল মিয়া ছানাউল, মৃত ছিদ্দিক, রনি মিয়া,  রজব আলীর নেতৃত্বে জন দেশীয় অস্ত্র নিয়ে এই হামলা করেন বলে যুবলীগ নেতা কাউছার মিয়া দাবী করেন।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ আসাদুল ইসলাম জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম