Logo
Logo
×

সারাদেশ

আয়া ও ছাত্রীদের সঙ্গে অনৈতিক আচরণ, মাদ্রাসার সুপার বরখাস্ত

Icon

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুন ২০২৪, ১১:১১ পিএম

আয়া ও ছাত্রীদের সঙ্গে অনৈতিক আচরণ, মাদ্রাসার সুপার বরখাস্ত

চুয়াডাঙ্গার বেগমপুর দাখিল মাদ্রাসার সুপার আরেফ উল্লাহকে বরখাস্ত করা হয়েছে। মাদ্রাসার আয়া ও কয়েক ছাত্রীর সঙ্গে অনৈতিক আচরণ, প্রতিষ্ঠানের অর্থ তছরুপসহ বিভিন্ন অভিযোগে মাদ্রাসা পরিচালনা কমিটি তাকে সাময়িক বরখাস্ত করেছে। 

অভিযোগ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর দাখিল মাদ্রাসার আয়া কমিটির কাছে সম্প্রতি লিখিত অভিযোগ জানান। তাতে মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আরেফ উল্লাহর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করা হয়। এর মধ্যে রয়েছে অসদাচরণ, কুরুচিপূর্ণ কথাবার্তা, নেকাপ পরা নিয়ে তিরস্কার, ছাত্রীদের সঙ্গে অনৈতিক আচরণ ও মাদ্রাসার অর্থ তছরুপ। বিষয়টি ২৩ জুন মাদ্রাসা পরিচালনা কমিটির সভায় আলোচনা হয়। প্রাথমিকভাবে অভিযোগের কিছু প্রমাণ পাওয়ায় সুপারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় বলে নিশ্চিত করেছেন পরিচালনা কমিটির একজন সদস্য। 

এ ব্যাপারে অভিযুক্ত সুপার আরেফ উল্লাহ বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার।’ 

কমিটির সভাপতি রিপন হোসেন জানান, সুপারের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে। বিধি মেনেই তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আরও অধিকতর তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম