রৌমারীতে সাবেক প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মানববন্ধন
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুন ২০২৪, ১০:৫৫ পিএম
জবর দখলের জমি ফেরত পেতে এবং পিস্তলের ভয় দেখিয়ে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেনের বিরুদ্ধে কুড়িগ্রামের রৌমারীতে মানববন্ধন হয়েছে।
বুধবার বেলা ২টায় উপজেলার থানা গেটের সামনে এ মানববন্ধন করেছে ভুক্তভোগী আনোয়ার হোসেনের পরিবার।
ওই পরিবারের সদস্যরা তাদের বক্তব্যে বলেন, জাকির হোসেনের পরিবার ও তার গুন্ডাবাহিনী আমাদের ৪৫ শতাংশ জমি জোরপূর্বক দখল করে নেয়। আমরা গরিব বলে তখন প্রভাবশালী প্রতিমন্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পাইনি। কোনো প্রতিকার পাইনি রৌমারী থানায় অভিযোগ দিয়েও। ২৩ জুন বেলা ১১টায় আবারও তার গুন্ডাবাহিনী বাকি জমি জবরদখলের চেষ্টা করলে আমরা প্রতিবার করি।
এতে তিনি ক্ষিপ্ত হয়ে তার পিস্তলের ভয় দেখিয়ে প্রাণনাশের হুমকি দেয়। আমরা নিরুপায় হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছি। এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এমন অবস্থায় বিচারের দাবিতে আজ মানববন্ধনে দাঁড়িয়েছি। এর আগে প্রতিমন্ত্রীর বিরুদ্ধে জিডি ও সংবাদ সম্মেলন করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহিল জামান বলেন, বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশনা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।