Logo
Logo
×

সারাদেশ

ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুন ২০২৪, ১০:৪৫ পিএম

ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

ছবি: সংগৃহীত

গাইবান্ধায় ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। সিজারে জন্ম নেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে মৃত্যু হয় বলে জানান নবজাতকের স্বজনরা। 

মঙ্গলবার সন্ধ্যার পর গাইবান্ধা মা ও শিশু জেনারেল অ্যান্ড আমেনা ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।

নবজাতকের বাবা মুনজু ইসলাম জানান, তার স্ত্রী তানজিলা আকতার স্মৃতি প্রসব ব্যথায় অসুস্থ হয়ে পড়লে শনিবার গাইবান্ধা মা ও শিশু জেনারেল অ্যান্ড আমেনা ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করান। সেখানে ওইদিন দুপুরে তার সিজার হয়। সিজারে ছেলে সন্তান জন্ম দেন তানজিলা।

অস্ত্রোপচার শেষে ডা. আফসারী খানম ব্যবস্থাপত্র লিখে চলে যান। এরপর তিনি আর নবজাতকের কোনো খবর নেননি বলে অভিযোগ করেন মুনজু ইসলাম। 
মঙ্গলবার বিকালে শিশুটি কান্না শুরু করলে কর্তব্যরত ডাক্তার ও স্টাফদের জানানো হয়। কিন্তু তারা কোনো ব্যবস্থা গ্রহণ না করায় সন্ধ্যার দিকে শিশুটি মারা যায়।

এ ব্যাপারে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আফসারী খানম বলেন, ভুল চিকিৎসায় শিশুটি মারা যায়নি। তবে ধারণা করা হচ্ছে শিশুর স্বজনরা বাইরে কোনো খাবার খাওয়ানোর কারণে মারা যেতে পারে। 

থানায় অভিযোগ দেওয়া হয়েছে কি না জানতে চাইলে শিশুটির বাবা মুনজু ইসলাম বলেন, অভিযোগ করার জন্য থানায় গেলে পুলিশ আমাকে বলে চিকিৎসকের ব্যবস্থাপত্র নিয়ে আসতে। তারপর শিশুটিকে পোস্টমর্টেম করতে হবে। কিন্তু হাসপাতালের ডাক্তাররা তো ঘটনার পর থেকেই প্রেসক্রিপশন পরিবর্তন করছেন। আমি আমার শিশু হত্যার বিচার চাই।

এ ব্যাপারে গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা নবজাতকের মৃত্যুর ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম