Logo
Logo
×

সারাদেশ

হালদায় ভেসে উঠল মৃত কাতল ও দুর্লভ প্রজাতির ডলফিন

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুন ২০২৪, ১০:৩৩ পিএম

হালদায় ভেসে উঠল মৃত কাতল ও দুর্লভ প্রজাতির ডলফিন

মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে মিঠাপানির প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ চট্টগ্রামের হালদা নদীতে ভেসে উঠেছে মৃত কাতলা ও বিপন্ন প্রজাতির ডলফিন। উদ্ধারের পর মৃত কাতলা ও ডলফিনটিকে মাটিচাপা দেওয়া হয়েছে। 

বিশেষজ্ঞরা কাতল মাছটি বিষক্রিয়ায় এবং ডলফিনটি বার্ধক্যজনিত কারণে মারা গেছে বলে ধারণা করছেন। 

দুই ফুটের বেশি দৈর্ঘ্যরে কাতল মাছটি বুধবার দুপুরে হালদা নদীর রাউজান অংশের উরকিরচর বাকর আলী চৌধুরীঘাট ৪নং ওয়ার্ড এলাকা থেকে উদ্ধার করা হয়। এর ওজন প্রায় ১০ কেজি। আরে আগে মঙ্গলবার দুপুরে ৭ ফুট দৈর্ঘ্য ও ৯০ কেজির ডলফিনটি উদ্ধার করা হয় হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট এলাকা থেকে। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি ও হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কোঅর্ডিনেটর হালদা গবেষক ড. মঞ্জুরুল কিবরিয়া জানান, মরে ভেসে উঠা কাতল ও ডলফিনটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, বিষক্রিয়ায় মাছটির মৃত্যু হয়েছে এবং বার্ধক্যজনিত কারণে মারা গেছে ডলফিনটি। হঠাৎ করে হালদায় মা-মাছ ও জলজ প্রাণী মৃত্যুর কারণ খতিয়ে দেখতে হবে।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম