Logo
Logo
×

সারাদেশ

গৌরীপুরে স্বজনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুন ২০২৪, ০৭:৪৩ পিএম

গৌরীপুরে স্বজনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় গৌরীপুরে স্বজন সমাবেশের নিজস্ব কার্যালয়ে ২০ জন শিক্ষার্থীকে এ অনুদান দেওয়া হয়। এ সময় প্রত্যেক শিক্ষার্থীকে ৫ হাজার টাকা আর্থিক অনুদান ও পরিবহণ খরচের জন্য ৫শ টাকা দেওয়া হয়।  

এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পান্ডা সু’র মার্কেটিং অফিসার শাহীন মাহমুদ। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, গৌরীপুর মহিলা ডিগ্রি (অনার্স) কলেজের প্রভাষক সেলিম আল রাজ, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা কাব লিডার নয়ন কুমার দাস, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, কবি অনামিকা সরকার, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গৌরীপুর শাখার সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু, লেকচার পাবলিকেশন্সের মার্কেটিং অফিসার মো. সুমন মিয়া, স্বজন শামীম আনোয়ার, অভিভাবক আবুল হাসিম, শরিফুল ইসলাম। অনুভূতি প্রকাশ করেন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সুরভী আক্তার লামিয়া ও খাদিজা আক্তার হাসি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বজন সমাবেশ প্রত্যেকটি মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখে। বন্যাদুর্গত, ঘূর্ণিঝড় কবলিত দুর্যোগ ও করোনাকালীন দুর্যোগে প্রত্যেক স্বজন অগ্রণী ভূমিকা পালন করেছেন। মেধাবী শিক্ষার্থীদের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আজকের কর্মসূচি ভূয়সী প্রশংসার দাবি রাখে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম