Logo
Logo
×

সারাদেশ

নরমাল ডেলিভারিতে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন ছকিনা

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২৪, ১১:০২ পিএম

নরমাল ডেলিভারিতে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন ছকিনা

রাজবাড়ীতে নরমাল ডেলিভারির মাধ্যমে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন ছকিনা বেগম (৪০)। সোমবার দিবাগত রাত ১১টার দিকে পাংশা শহরের আধুনিক ক্লিনিকে নরমাল ডেলিভারির মাধ্যমে তিন ছেলে সন্তানের জন্ম দেন এই নারী।

চিকিৎসক জানিয়েছেন তিন নবজাতক ও তাদের মা সুস্থ আছেন।

ছকিনা বেগম রাজবাড়ী কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণাডাঙি গ্রামের কৃষক মো. বিল্লাল খানের স্ত্রী। এ দম্পতির আগে এক ছেলে ও তিন মেয়ে রয়েছে।

স্বামী বিল্লাল খান জানান, তার স্ত্রী সোমবার রাত ১০টার দিকে প্রসব ব্যথা নিয়ে পাংশা আধুনিক ক্লিনিকে ভর্তি হন। পরে রাত ১১টার দিকে নরমাল ডেলিভারির মাধ্যমে তার তিন ছেলে সন্তানের জন্ম হয়।

তিনি বলেন, আমার একসঙ্গে তিনটি ছেলে সন্তান হওয়ায় আমি খুবই আনন্দিত। আমার পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনেরাও অনেক খুশি।

এ বিষয়ে পাংশা আধুনিক ক্লিনিকের গাইনি কনসালটেন্ট ডা. আকতিনা হানি সুমনা বলেন, নরমাল ডেলিভারি করাতে পেরে আমরা অনেক খুশি। তিন নবজাতক ও তাদের মা সুস্থ আছেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম