বগুড়ায় জোড়া খুন প্রধান আসামির বাড়ি থেকে গুলি ও পিস্তল জব্দ
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২৫ জুন ২০২৪, ১০:৩০ পিএম
বগুড়ায় ঈদের রাতে দুই কিশোরকে গুলি ও কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠুর বাড়ি থেকে ৩৬ রাউন্ড গুলি ও একটি পিস্তল জব্দ করা হয়েছে।
সোমবার গভীর রাতে বগুড়া শহরের নিশিন্দারা উপশহর বাজার এলাকার বাড়িতে এসব পাওয়া যায়। আদালত সোমবার দুপুরে মিঠুসহ চার আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার পরিদর্শক শাহিনুজ্জামান শাহিন মঙ্গলবার বিকালে জানান, রিমান্ডে আসামিরা যেসব তথ্য দিচ্ছে তা যাচাই-বাছাই চলছে। জিজ্ঞাসাবাদে মিঠু জানান, তার বাড়িতে লাইসেন্স করা একটি পিস্তল ও গুলি রয়েছে। তার তথ্যের ভিত্তিতে পিস্তল ও গুলি জব্দ করা হয়। এ পিস্তল সেদিনের হত্যাকাণ্ডে ব্যবহার এবং প্রাপ্ত খোসা দুটি ওই পিস্তলের কিনা তার ব্যালাস্টিক পরীক্ষার জন্য ঢাকার ল্যাবে পাঠানো হবে।
এজাহার সূত্র জানায়, শহরের গোয়ালগাড়িতে রাস্তার পাশে প্রাইভেট কার দাঁড় করানো ও মেয়েকে উত্ত্যক্ত করা নিয়ে সৈয়দ সার্জিল আহমেদ টিপুর নেতৃত্বে তার বড় ভাই মিঠু, ১নং ওয়ার্ডের কাউন্সিলর শাহ্ মেহেদী হাসান হিমু ও তাদের লোকজন গুলি করে এবং কুপিয়ে শরীফ ও রুমনকে হত্যা করে।
এদিকে নিহতের স্বজনরা বলছেন, মিঠুর ভাই টিপুসহ অধিকাংশ আসামির কাছে বৈধ ও অবৈধ আগ্নেয়াস্ত্র আছে। এসব দ্রুত জব্দ ও আসামিদের গ্রেফতার করা না হলে বাদীপক্ষকে হুমকি-ধমকি দিয়ে মামলা তুলে নিতে বাধ্য করবে।