Logo
Logo
×

সারাদেশ

সিরাজগঞ্জে ন্যায়কুঞ্জ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

Icon

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২৪, ১০:২১ পিএম

সিরাজগঞ্জে ন্যায়কুঞ্জ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বিচারপ্রার্থীদের জন্য নবনির্মিত ন্যায়কুঞ্জের উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ন্যায়কুঞ্জে আদালতে আসা বিচারপ্রার্থীদের বিশ্রামের সব সুযোগ-সুবিধা রয়েছে। 

সোমবার দুপুরে এটি উদ্বোধন করা হয়। 

উদ্বোধনকালে প্রধান বিচারপতি বলেন, আদালতে বিচারপ্রার্থীদের পানি পান, টয়লেটে যাওয়াসহ দুগ্ধপোষ্য মায়ের জন্য সন্তানদের দুধ পান করানোর কোনো ব্যবস্থা ছিল না। বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হলে দেশের প্রত্যেক আদালত চত্বরে এক হাজার বর্গফুটের ‘ন্যায়কুঞ্জ’ স্থাপনের নির্দেশ দেন। এতে বিচারপ্রার্থীদের বসার ব্যবস্থাসহ ব্রেস্ট ফিডিং কর্নার, পুরুষ ও নারীদের জন্য আলাদা টয়লেট এবং মুদিখানা দোকানের ব্যবস্থা রয়েছে। আগত বিচারপ্রার্থীদের আধুনিক নাগরিক সুবিধা সংবলিত নিরাপদ ব্যবস্থা নিশ্চিতের লক্ষ্যে প্রত্যেক জেলার মতো সিরাজগঞ্জেও ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করা হলো। 

হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (সিনিয়র জেলা জজ) মুন্সী মশিয়ার রহমান, জেলা প্রশাসক মীর মাহবুবুর রহমান, পুলিশ সুপার আরিফুর রহমান, সিরাজগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ এম আলী আহমেদ, আপিল বিভাগের রেজিস্ট্রার (জেলা জজ) মোহাম্মদ সাইফুর রহমানসহ আদালতের বিভিন্ন স্তরের বিচারক, আইন কর্মকর্তা ও আইনজীবী সমিতির নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম