![প্রকাশিত সংবাদের প্রতিবাদ](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/06/24/image-820012-1719237984.jpg)
গত ২১ জুন যুগান্তর অনলাইনে প্রকাশিত ‘টাঙ্গাইলে ঘুস না দেওয়ায় ৪৯ লাখ টাকার কাজ বাতিল!’ সংবাদের প্রতিবাদ জানিয়েছেন টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমিরী খান।
প্রতিবাদে তিনি দাবি করেন, প্রকাশিত সংবাদে কিছু বিভ্রান্তিকর ও মিথ্যা অভিযোগ করা হয়েছে। এছাড়া সংবাদে পিপিআর শর্তাবলী অনুযায়ী পাওয়া কাজ বাতিল করার যে বিষয়টি উল্লেখ করা হয়েছে তাও ভিত্তিহীন।