কৃষক সমাবেশে রাসেলস ভাইপার সম্পর্কে যে পরামর্শ
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুন ২০২৪, ০৬:৩৩ পিএম
ভারত সীমান্তবর্তী বিরামপুর উপজেলার কৃষকদের রাসেলস ভাইপার সম্পর্কে সচেতন করতে সোমবার উপজেলা অডিটোরিয়ামে সচেতনতামূলক সভা করা হয়েছে। কৃষক সমাবেশে সর্প দংশনে আতঙ্কিত না হয়ে দ্রুত সেবা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ কবীর এবং প্রধান আলোচক ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম রসুল রাখি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান ও উম্মে কুলছুম বানু, উপজেলা কৃষি কর্মকর্তা (ভার.) জাহিদুল ইসলাম ইলিয়াস, থানার ওসি সুব্রত কুমার সরকার, বিরামপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আকরাম হোসেন প্রমুখ।
এতে উপজেলার পৌর এলাকা ও ৭টি ইউনিয়নের সহস্রাধিক কৃষক অংশগ্রহণ করেন।
সমাবেশে জানানো হয়, বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত এন্টিভেনম রয়েছে। তাই সর্প দংশনে আতঙ্কিত না হয়ে দ্রুত সেবা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।