শেরপুরে ভারতীয় নাগরিকের ঝুলন্ত লাশ উদ্ধার
শেরপুর উত্তর প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুন ২০২৪, ০৬:১০ পিএম
প্রতীকী ছবি
শেরপুরে ভারতীয় পাসপোর্টধারী প্রণয় চন্দ্র সুত্রধর (৭৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যায় পৌর শহরের গৃদানারায়ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, মৃত প্রণয় চন্দ্র ভারত থেকে ভাইয়ের বাসায় বেড়াতে এসেছিলেন। তিনি বাংলাদেশের জামালপুর জেলার নান্দিনা এলাকার মৃত হিরেন্দ্র সুত্রধরের ছেলে। ১৯৬৭ সালে তিনি বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান। তিনি ভারতের মেঘালয় রাজ্যের কুচবিহারের বাসিন্দা। তার ২ মেয়ে এবং স্ত্রী রয়েছে বলে পরিবার জানায়।
পুলিশ ও তার পরিবার সূত্রে জানা গেছে, মৃত প্রণয় চন্দ্র গত রমজানে বাংলাদেশে বেড়াতে আসেন এবং তার ভাই ডা. পিযুষ চন্দ্র সুত্রধরের শেরপুরের বাসায় অবস্থান করছিলেন। রোববার বাসার সবাই বাইরে বেড়াতে গেলে সন্ধ্যায় এসে ঘরের ড্রইংরুমের ফ্যানের হুকের সঙ্গে ঝুলন্ত লাশ দেখতে পান তারা। পরে পুলিশে খবর দিলে রাতে লাশ উদ্ধার করে শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
মৃতের ভাই ডা. পিযুষ ও তার স্ত্রীর দাবি- প্রণয়ের সঙ্গে ভারতে তার স্ত্রী এবং সন্তানদের পারিবারিক কলহ চলে আসছিল। এ কারণে আত্মহত্যা করতে পারেন বলে তাদের ধারণা। তাদের সঙ্গে কোনো খারাপ সম্পর্ক ছিল না ।
শেরপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার (আরএমও) খায়রুল কবির সুমন জানান, রাতে ভারতীয় নাগরিক প্রণয়ের লাশ মর্গে আনা হয়। ময়নাতদন্তের পর বলা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে শেরপুরের পুলিশ সুপার আক্রামুল হোসেন জানান, মৃতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে। তার পরিবার মামলা করলে আইনগত ব্যবস্থা নেব।