প্রতীকী ছবি
ফেনীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে ফেনীর সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের রানীরহাট বাজার সংলগ্ন আল-আমিন একাডেমি স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মো. সুমন (২৩) পেশায় একজন রাজমিস্ত্রি। তিনি কাজীরবাগ ইউনিয়নের অশ্বদিয়া গ্রামের মো. বশির আহাম্মদের ছেলে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তারা হলেন- মোরশেদ, আকাশ, রেদোয়ান ও সুমন।
পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কাজ শেষে রানীরহাট বাজারে আড্ডা দিচ্ছিল সুমন। এ সময় কয়েক দিন আগের বিরোধকে কেন্দ্র করে সুমনের সঙ্গে কয়েকজন যুবকের হাতাহাতি হয়। একপর্যায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন সুমন। পরে ওই অবস্থায় তাকে ফেনী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই মো. সোহেল বলেন, ‘আমার ভাই আজ সন্ধ্যায় কাজ শেষে রানীর হাট বাজারে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। রাত ১০টার দিকে স্থানীয় ফারুক নামের এক বড় ভাই আমাকে ফোন করে বলেন- তোর ভাই এখানে পোলাপানের সঙ্গে মারামারি করছে। আমি ছাড়াই দিয়েছি তারপরও সে কথা শুনতেছে না। এরপর শুনি মারামারি করার সময় ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে।
কাজীরবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী বুলবুল আহমেদ সোহাগ বলেন, রানীরহাট বাজারে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার খবর শুনেই হাসপাতালে ছুটে এসেছি। এখন পর্যন্ত হত্যাকাণ্ডের কোনো সুনির্দিষ্ট কারণ জানতে পারিনি। তবে পরিবারের লোকজন বলছে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে এ ঘটনা ঘটতে পারে। যারাই এমন নির্মম ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক খুনের খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এখনো হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। আমাদের একাধিক টিম রহস্য উদ্ঘাটনে কাজ করছে।