প্রতীকী
বগুড়ার কাহালুতে বেপরোয়া বাসের ধাক্কায় নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার বিবিরপুকুর বাসস্ট্যান্ডের কাছে লোহাজাল গ্রামে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের লোহাজাল মধ্যপাড়া গ্রামের খোদা বক্সের ছেলে কৃষক শওকত ইসলাম মিঠু (২২) ও গাবতলী উপজেলার উনচুরকি গ্রামের জাহিদুর রহমানের স্ত্রী রতনা বেগম (৩৫)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শওকত ইসলাম মিঠু দুধ বিক্রির জন্য পাশের দুপচাঁচিয়া উপজেলায় যাওয়ার জন্য বিবিরপুকুর বাসস্ট্যান্ডের কাছে লোহাজাল এলাকায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। আর রতনা বেগম তার খালাকে গাড়িতে তুলে দিতে এসে ওই স্থানে দাঁড়িয়ে গল্প করছিলেন। এ সময় বগুড়া ছেড়ে আসা নওগাঁগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দেয়। এতে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই রতনা বেগম মারা যান। অচেতন অবস্থায় শওকতকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।
জানা যায়, নিহত রতনা ঈদের ছুটিতে লোহাজাল মধ্যপাড়া গ্রামে বাবা রোস্তম আলীর বাড়িতে বেড়াতে এসেছিলেন।
কাহালু থানার ওসি সেলিম রেজা জানান, পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় দুজনের মরদেহ স্থানীয় ইউপি সদস্য গোলাম রব্বানীর উপস্থিতিতে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।