রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, এবার পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহায় মানুষ ভালোভাবেই তাদের গন্তব্যে পৌঁছাতে পেরেছেন।
রোববার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনাসভায় এ কথা বলেন তিনি। রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ আলোচনাসভার আয়োজন করা হয়।
রেলমন্ত্রী বলেন, রাজবাড়ী জেলাকে রেলের শহর হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। খুব শিগগির রাজবাড়ীতে একটি ট্রেন মেরামতের কারখানা হবে। সেটির টেন্ডার কাজ ইতোমধ্যে শুরু করা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনার জন্য আজ এটা প্রতিষ্ঠিত হয়েছে। এ জন্য দলের নেতাকর্মীদের একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে।
আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল ইসলাম মোরশেদ আরুজ, সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, রাজবাড়ী পৌরসভার মেয়র মো আলমগীর শেখ তিতুসহ প্রমুখ।