Logo
Logo
×

সারাদেশ

যশোরের এডিসি রেখার দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ২৩ জুন ২০২৪, ১২:৪৭ এএম

যশোরের এডিসি রেখার দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি

যশোরের এডিসি (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। 

আগামী ২৫ জুন খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রেখা ও অভিযোগকারীদের উপস্থিত থাকতে চিঠি ইস্যু করেছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ফিরোজ শাহ।

যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ও কেশবপুর ভালুকঘর ফাজিল মাদ্রাসার সভাপতি খালেদা খাতুন রেখার বিরুদ্ধে মন্ত্রিপরিষদ বিভাগসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন একই মাদ্রাসার গভর্নিং বডির দাতা সদস্য ইব্রাহীম হোসেন মোল্যা, নির্বাচিত অভিভাবক সদস্য হায়দার আলী, মানজুরুল ইসলাম ও মাদ্রসার তৃতীয় শ্রেণির কর্মচারী আব্দুল্লাহ আল মাহফুজ। 

তার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, প্রতিষ্ঠানের অর্থ তছরুপ, ক্ষমতার অপব্যবহার এবং জালিয়াতির মাধ্যমে গভর্নিং বডি গঠনের অভিযোগ আনা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে খালেদা খাতুন রেখার দাপ্তরিক মোবাইল ফোনে কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম