কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৭ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
আটক মাদককারবারির নামে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে শনিবার সকালে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুদের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল। নাগেশ্বরী পৌরসভাস্থ কলেজ মোড়ে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে তল্লাশি শুরু করে। এক পর্যায়ে একটি প্রাইভেটকার ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে চেকপোস্টের অনেকটা দূরে গাড়ি থামিয়ে কৌশলে পালিয়ে যায়।
পরবর্তীতে নাগেশ্বরী থানা পুলিশ এক মাদক কারবারিসহ প্রাইভেটকারটি আটক করে। পরে গাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে ৭৭ কেজি গাঁজা জব্দ করতে সক্ষম হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক মাদক কারবারির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
শনিবার দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।