Logo
Logo
×

সারাদেশ

পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে ৬ লাখ টাকার মাছ নিধন

Icon

আমতলী (বরগুনা) প্রতিনিধি 

প্রকাশ: ২২ জুন ২০২৪, ০৩:১১ পিএম

পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে ৬ লাখ টাকার মাছ নিধন

বরগুনার আমতলীতে একটি পুকুরে বিষ জাতীয় গ্যাস ট্যাবলেট প্রয়োগে প্রায় ৬ লাখ টাকারও বেশি বিভিন্ন প্রজাতির মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার রাতে উপজেলার চাওড়া ইউনিয়নের বেতমোড় গ্রামের জালাল ফকির নামে এক মৎস্যচাষির পুকুরে এ ঘটনা ঘটে বলে জানান ভুক্তভোগী। 

শনিবার সকালে পুকরের পার্শ্ববর্তী বাড়ির কুদ্দুস হাওলাদার নামের এক ব্যাক্তি হাঁস নিয়ে বিলে যাওয়ার সময় পুকুরে মরা মাছ ভাসতে দেখে মৎস্যচাষি জালাল ফকিরকে খবর দেন। 

জালাল ফকির বলেন, কে বা কারা রাতের আধারে পুকুরে বিষ প্রয়োগ করে আমার এ ক্ষতি করেছে। এতে পুকুরে থাকা ২০-২৫ মণ বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে। যার আনুমানিক মূল্য প্রায় ৬  লাখ টাকা।

জানা গেছে, চাওড়া ইউনিয়নের বেতমোড় গ্রামের মৎস্য চাষি মো. জালাল ফকির তার নিজ বাড়ির পার্শ্ববর্তী প্রায় ১৫ শতাংশ জমিতে পুকুর কেটে মাছ চাষ করছেন। পুকুরটিতে চাষ করা পাঙাশ, ব্রিগেড, সিলভার কার্প, রুই-কাতলসহ দেশীয় বিভিন্ন প্রজাতির ৬ লক্ষাধিক টাকার মাছ মারা যায়। 

মৎস্য চাষি জালাল ফকির আরও জানান, রাতের আধারে দূর্বৃত্তরা আমার পুকুরে বিষ জাতীয় গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে। এতে ২০-২৫ মণ মাছ মারা গেছে। ঋণের টাকা নিয়ে মাছ চাষ করেছি। তারা আমাকে রাস্তায় নামিয়ে দিল। আমার ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায় নাই। এখন আমার কি হবে? যারা পুকুরে বিষ দিয়েছে আমি তাদের বিচার চাই।

এ বিষয়ে আমতলী থানার ওসি কাজী মো. সাখাওয়াত হোসেন তপু বলেন, এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম