রাস্তা ভেঙে পড়েছে ডোবায়, দুর্ভোগে ২০ হাজার মানুষ
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২১ জুন ২০২৪, ১০:৪৯ পিএম
বৃষ্টির কারণে পাকা রাস্তার প্রায় সম্পূর্ণ অংশ ভেঙে পার্শ্ববর্তী ডোবায় পড়ে যায়। ছবি : যুগান্তর
ভূরুঙ্গামারী উপজেলা সদর থেকে ধলডাঙ্গাগামী রাস্তার দেবী বাড়ি নামক স্থানে রাস্তা ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে শিলখুড়ি ইউনিয়নের প্রায় ২০ হাজার বাসিন্দা।
জানা গেছে, কয়েকদিন থেকে ভারি বৃষ্টির কারণে বুধবার ওই স্থানে পাকা রাস্তার প্রায় সম্পূর্ণ অংশ ভেঙে পার্শ্ববর্তী ডোবায় পড়ে যায়। এতে অটোরিকশা, গাড়িসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
শিলখুড়ি ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ জানান, রাস্তা ভেঙে যাওয়ায় লোকজন সাইকেল ও মোটরসাইকেল ছাড়া কিছুই ব্যবহার করতে পারছে না। রাস্তাটি ভাঙার কারণে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা ইউনিয়নের বাসিন্দারা। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলীকে বিষয়টি জানানো হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী হারুন অর রশীদ জানান, রাস্তাটি ঠিক করার জন্য ঠিকাদারকে বলা হয়েছে।