Logo
Logo
×

সারাদেশ

ঢলের পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

Icon

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২০ জুন ২০২৪, ১০:৩১ পিএম

ঢলের পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

ঢলের পানিতে ডুবে মৌলভীবাজারের বড়লেখায় আয়শা বেগম নামে পানিবন্দি পরিবারের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বন্যার পানিতে ডুবে মারা যায় সে।

আয়শা বেগম (১২) উপজেলার ভাগাডহর গ্রামের মো. সমছ উদ্দিনের মেয়ে। সে স্থানীয় গল্লাসাঙ্গন উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় নিজ বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত কয়েক দিনের ভারি বর্ষণ আর পাহাড়ি ঢলে বড়লেখা উপজেলার ১০ ইউনিয়নের আড়াই শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েন লাখো মানুষ। ভাগাডহর গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে বন্যার পানি ঢুকে পড়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গ্রামের মো. সমছ উদ্দিনের মেয়ে স্কুলছাত্রী আয়শা বেগম (১২) বন্যা দেখতে ঘর থেকে বের হলে ঢলের পানিতে সে ডুবে যায়। পরে স্বজনরা তার লাশ উদ্ধার করেন।

বড়লেখা থানার পরিদর্শক (তদন্ত) ফরিদ উদ্দিন জানান, স্কুলছাত্রীর পরিবারের কোনো অভিযোগ না থাকায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতিসাপেক্ষে স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করেছেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম