Logo
Logo
×

সারাদেশ

যুদ্ধাপরাধ মামলায় আত্মগোপনে থাকা রুহুল কুদ্দুস গ্রেফতার

Icon

নড়াইল প্রতিনিধি 

প্রকাশ: ২০ জুন ২০২৪, ০৫:৪২ পিএম

যুদ্ধাপরাধ মামলায় আত্মগোপনে থাকা রুহুল কুদ্দুস গ্রেফতার

নড়াইলে যুদ্ধাপরাধ মামলায় দীর্ঘ আট বছর আত্মগোপনে থাকার পর মো. রুহুল কুদ্দুস খানকে (৭৩) গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার দুপুরে যশোর সদরের ঝুমঝুমপুর এলাকায় পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা বিষয়টি নিশ্চিত করেছেন। 

রুহুল কুদ্দুস খান ওরফে কুদ্দুস খান ওরফে গোলাম কুদ্দুস নড়াইল সদর  উপজেলার পেরুলী গ্রামের মৃত এমভি আসাদুজ্জামানের ছেলে।

পুলিশ জানায়, ২০১৬ সালের ২১ মার্চ ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আদালতে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন ১৯৭৩-এর ৩ ধারায় এর মামলায় মো. রুহুল কুদ্দুস খানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। পরে তার অনুপস্থিতিতে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

৮ বছর পলাতক থাকার পর অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ৩টার দিকে যশোর সদরে বিশেষ অভিযান পরিচালনা করে ঝুমঝুমপুর বিসিক শিল্পনগরী এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা বলেন, ‘গ্রেফতারকৃত রুহুলকে আদালতের মাধ্যমে নড়াইল জেলা কারাগারে পাঠানো হয়েছে। পরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত ঢাকায় পাঠানো হবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম